আই ক্যান সী দ্য হোল রুম...অ্যান্ড দেয়ার’স নোবডি ইন ইট!

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আই ক্যান সী দ্য হোল রুম...অ্যান্ড দেয়ার’স নোবডি ইন ইট!
শিল্পীরয় লিকতেনস্তাইন
বছর১৯৬১
ধরনপপ আর্ট
আয়তন১২১.৯ সেমি × ১২১.৯ সেমি (৪৮ ইঞ্চি × ৪৮ ইঞ্চি)

আই ক্যান সী দ্য হোল রুম...অ্যান্ড দেয়ার’স নোবডি ইন ইট! (জাপানি: আমি পুরো ঘরটি দেখতে পাচ্ছি... এবং সেখানে কেউ নেই!) ১৯৬১ সালে রয় লিকতেনস্তাইন এর আঁকা একটি ছবি।[১] ছবিতে একটি মানুষকে পাইপহোলের ভিতর দিয়ে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এটি লিকতেনস্তাইন এর আঁকা সব ছবির মধ্যে নিলামে সর্বোচ্চ দাম উঠে রেকর্ড সৃষ্টি করেছিল।

পটভূমি[সম্পাদনা]

আই ক্যান সী দ্য হোল রুম... এন্ড দেয়ার’স নোবডি ইন ইট! অংকনের উৎস

এই ছবিটি স্টিভ রপারের কার্টুন থেকে উইলিয়াম ওভারগার্ড-ড্রাউন এর কমিকস এর ওপর ভিত্তিতে তৈরি। সুনিপুন রঙের ছোয়ায় ছবির গল্প বর্ণনা করার দক্ষতার কারণে লিকতেনস্তাইনের সুখ্যাতি হয়েছিল। পুরো ছবিটিতে একই সাথে প্রবল কল্পনাশক্তি ও যান্ত্রিক ভাবমূর্তি বিশেষভাবে প্রকাশ পেয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "I can see the whole room and there's nobody in it!"artnet.com। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]