আমানুল্লাহ খান (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমান উল্লাহ খান
বগুড়া-৭ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৭৩ – ১৯৭৫
পূর্বসূরীশুরু স্বাধীনতা লাভ
উত্তরসূরীহাবিবুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৮
বগুড়া জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু১৫ মার্চ ২০১৮
শহীদ জিয়াউর রহমান হাসপাতাল, বগুড়া
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

আমানুল্লাহ খান (১৯৩৮-২০১৮) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য[১]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

আমানউল্লাহ খান ১৯৩৮ সালে (অন্য সুত্রে ১৯৪১ সালে[২]) বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা জুয়ান গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

আমানউল্লাহ খান ১৯৬৯-১৯৭৪ পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক বাংলাদেশ সম্পাদক ছিলেন। ১৯৬৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি ছিলেন তিনি। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১] ১৯৮২-১৯৮৭ সাল পর্যন্ত তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেন।[৩]

গ্রন্থ[সম্পাদনা]

আমানউল্লাহ খান ১৯৬৮ সালে ‘আজকের বগুড়া’ রচনা করেন।[২]

মৃত্যু[সম্পাদনা]

আমানুল্লাহ খান ১৫ মার্চ ২০১৮ সালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[২]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "বঙ্গবন্ধুর সহচর আমান উল্লাহ খান আর নেই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "বগুড়ার প্রবীণ রাজনীতিবিদ ও সাংবাদিক আমান উল্লাহ খানের ইন্তেকাল"দৈনিক ইনকিলাব। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২২