আলাপ:বাঘা যতীন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

I think বালাসোর is in উড়িষ্যা not in বিহার। See http://www.cyberorissa.com/myorissa/districts/balasore.htm --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:২৯, ৮ জুলাই ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]

গ্যালারী[সম্পাদনা]

আচ্ছা গ্যালারীতে কি commons এর ছবি সরাসরি প্রদর্শন করা যায় না? ছবিগুলো প্রদর্শন করতে হলে কি তা উইকিতে আপলোড করে নিতে হয়?--রায়হান আবীর ১৭:৫০, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

কমন্সের ছবি সরাসরি গ্যালারিতে দেখানো যায়। কমন্স বা বাংলা-উইকি - যেকোনো স্থানে আপলোড করা ছবি গ্যালারিতে দেয়া যায়। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৪৬, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

Article is good but length needs to be improved. আর একটু বড় লেখা হলে ভাল হয় । Maitraya (talk) ১৫:৩১, ২৩ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ শিরোনাম সংক্রান্ত আলোচনা[সম্পাদনা]

"বাঘা যতীন" আলোচ্য ব্যক্তির মূল নাম নয়। তাই নিবন্ধ শিরোনাম "যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়"-এ সরিয়ে নিয়ে উচিত কিনা, তা নিয়ে উইকিপিডিয়ার নামকরণ নীতিটি একটি খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। --অর্ণব দত্ত (আলাপ) ০৮:১৪, ৪ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

কিন্তু ইনি সর্বত্র বাঘা যতীন নামেই বেশি খ্যাত। যেমন, মাদার তেরেসার উদাহরণ দেয়া যেতে পারে, তাঁর আলবেনীয় নামের চাইতে মাদার তেরেসা নামটিই সর্বত্র পরিচিত। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪২, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]
"বাঘা যতীন"-ই থাকতে পারে। "যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)" করা কি সঙ্গত হবে? সেটাও মন্দ নয়।- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:০২, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মনে হয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামের নিবন্ধকে বাঘা যতীনে রিডাইরেক্ট করা। যে যেই নামেই সার্চ দিক সমস্যা হবে না।--মনিরুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৫ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]

দৃষ্টি আকর্ষণঃ "বাঘা যতীন" ওরফে "যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়"[সম্পাদনা]

সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি! বিপ্লবী বীর বাঘা যতীন-এর পিডিএফ ফাইলটি যৌথভাবে সম্পন্ন করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তথ্যসূত্রের অভাব রয়েছে। যুক্তাক্ষরজনিত সমস্যায়ও ভুগেছি। আশা করছি সংশ্লিষ্টরা খুব দ্রুত কারুকাজ (যেমনঃ উপ-শিরোনাম পরিবর্তন, একত্রিকরণ, নতুন উপ-শিরোনাম তৈরী ...) করে আইপি এড্রেসধারী ব্যবহারকারী(দের) হাত থেকে নিবন্ধটির সুরক্ষা (!) করবেন।

ধন্যবাদ-সহ

Subrata Roy (আলাপ) ১৮:৩৬, ১৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)[উত্তর দিন]