উইকিপিডিয়া:উইকিপ্রকল্প প্রকৌশল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প প্রকৌশলে স্বাগতম!
মূল পাতা | আলোচনা | প্রকল্প টেমপ্লেট | মূল্যায়ন | প্রবেশদ্বার
উইকিপ্রকল্প প্রকৌশল
ShortcutWP:ENGR, WP:ENGN, WP:ENGG, WP:ENGIN
WP:ENGINE, WP:ENGINEERING
Categoryপ্রকৌশল
Portal প্রকৌশল প্রবেশদ্বার
Wikimedia CommonsCommons:Category:প্রকৌশল প্রকৌশল
Parent
project(s)
প্রযুক্তি
Project banner template{{প্রকৌশল}}
Has goals?হ্যাঁ

উইকিপ্রকল্প প্রকৌশলে আপনাকে স্বাগতম! এটি প্রকৌশল বিষয়ে উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজে নিয়োজিত একদল সম্পাদকের সমন্বয়ে গড়ে উঠেছে। উইকিপ্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিত জানতে দেখুন উইকিপিডিয়া:উইকিপ্রকল্প এবং উইকিপ্রকল্পের নির্দেশিকা

আপনি যদি এই প্রকল্পে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন, তবে নির্দ্বিধায় নিচে আপনার নাম যোগ করুন এবং প্রকল্পের উন্নয়নে অবদান রাখুন।

উইকিপ্রকল্প প্রকৌশল
সাধারণ তথ্য
মূল প্রকল্প পাতা (WP:ENGINEERING)  আলোচনা
প্রকৌশল প্রবেশদ্বার আলোচনা
প্রকল্পের পরিভ্রমণ দণ্ড আলোচনা
প্রকল্পের টেমপ্লেট আলোচনা
প্রকল্পে অংশগ্রহণকারী
প্রকল্পের বিষয়শ্রেণী আলোচনা
আমন্ত্রণ বার্তা আলোচনা
স্বাগতম বার্তা আলোচনা
প্রকল্প রক্ষণাবেক্ষণ
মূল্যায়ন আলোচনা
করণীয় তালিকা আলোচনা
সম্পাদনা · পরিবর্তন

লক্ষ্য[সম্পাদনা]

  1. প্রকৌশল বিষয়ে নিবন্ধ তৈরি, সম্প্রসারণ এবং তদারকি করার মাধ্যমে উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
  2. প্রকৌশলের আওতাভুক্ত নিবন্ধসমূহের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
  3. উইকিপিডিয়ায় প্রকৌশল বিষয়ে সাধারণ আলোচনার কেন্দ্র হিসেবে কাজ করা।
  4. সম্পর্কিত উইকিপ্রকল্পের সাথে সমন্বয় ঘটানো।

পরিধি[সম্পাদনা]

প্রকৌশল বিষয়ে যেকোনো নিবন্ধকেই এই প্রকল্প নিজ আওতাভুক্ত মনে করে।

আমাদের পরিধি সম্পর্কে জানতে আরো দেখুনঃ

যেসব নিবন্ধে উইকিপ্রকল্প চিহ্নিত আছে, সেগুলোর জন্য দেখতে পারেন বিষয়শ্রেণী:উইকিপ্রকল্প প্রকৌশল-এর নিবন্ধসমূহ.

দেখুন এই পাতার মাধ্যমে এই প্রকল্পের আওতাভুক্ত সাম্প্রতিক পরিবর্তনসমূহ দেখা যাবে।

কাজ এবং নির্দেশিকা[সম্পাদনা]

উইকিপিডিয়া:উইকিপ্রকল্প প্রকৌশলের জন্য কর্মতালিকা: সম্পাদনা·ইতিহাস·নজর·পুনঃসতেজ

কর্মতালিকা খালি: হয় {{কর্মতালিকা}} ট্যাগ সরান অথবা একটি বিষয় যুক্ত করতে সম্পাদনা ক্লিক করুন।

অংশগ্রহণকারী[সম্পাদনা]

নির্দ্বিধায় আপনার নাম এখানে ক্লিক করে যুক্ত করুন। সেইসাথে আপনার আগ্রহের দিকও উল্লেখ করুন। সদস্যগণ তাদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী উইকিপ্রকল্প প্রকৌশল}} সংযোগ করে এই প্রকল্পের অবদানকারী হিসেবে নিজের পরিচয় দিতে পারেন। বাক্সটি ডানদিকে দেখানো হবে। উপরোক্ত ব্যবহারকারীবক্স যোগ করার মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবেই বিষয়শ্রেণী:উইকিপ্রকল্প প্রকৌশল অংশগ্রহণকারী তালিকায় যুক্ত হয়ে যাবেন।

ব্যবহারকারী আগ্রহের বিষয় মন্তব্য
ANKAN (আলাপ) তড়িৎ প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল শিক্ষার্থী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
Mohseu Rashid Subah (আলাপ) তড়িৎ প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল শিক্ষার্থী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
কৌশিক বিশ্বাস (আলাপ) তড়িৎ প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল শিক্ষার্থী, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
ইফতেখার নাইম (আলাপ) তড়িৎ প্রকৌশল

অনুরোধ[সম্পাদনা]

অনুগ্রহ করে মূল্যায়নজনিত অনুরোধ এই পাতায় করুন

এই প্রকল্প বা এর আওতাভুক্ত যেকোনো অনুরোধ এখানে করুনঃ

সূত্র[সম্পাদনা]

সম্পর্কিত উইকিপ্রকল্প[সম্পাদনা]

মাতৃপ্রকল্প[সম্পাদনা]

পরবর্তী প্রকল্প[সম্পাদনা]

বহিঃনজরতালিকা[সম্পাদনা]