এ. দেবরাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ. দেবরাজ
তামিলনাড়ুর বিধানসভা সদস্য
সংসদীয় এলাকাচেইয়ার
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলসর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম

এ. দেবরাজ ভারতের একজন তামিল রাজনীতিবিদ ছিলেন, তিনি তামিলনাড়ুর তামিলনাড়ুর বিধানসভা সদস্য ছিলেন, তার নির্বাচনী এলাকা ছিলো চেইয়ার।[১] ১৯৯১ সালে তিনি সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম-এর সদস্য হিসেবে চেইয়ার এলাকার বিধানসভা সদস্য নির্বাচিত হন।[২] তিনি ৬০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।[৩] তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন দ্রাবিড় মুনেত্র কড়গম দলের সদস্য, তার সাথে নির্বাচনী লড়াইয়ে জিতে যান দেবরাজ এবং দেবরাজ ভোট পান তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৫,৯৫৫ বেশি ভোট। বিধানসভা সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্বল্পকাল মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Website Arthritic Knees
  2. "Website Travel India"। ২০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২ 
  3. 1.Tamilnadu State Electionanalysis_Cheyyar