কচ্ছ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কচ্ছ (দ্ব্যর্থতা নিরসন) থেকে পুনর্নির্দেশিত)

কচ্ছ হচ্ছে বর্তমান ভারতের গুজরাট রাজ্যের একটি অঞ্চল। তবে এর ক্ষুদ্র একটি এলাকা পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত।

এই শব্দটি দ্বারা যেসব কিছুকে বোঝানো হতে পারে:

স্থান[সম্পাদনা]

  • কচ্ছ জেলা — গুজরাটের সর্বোত্তর-পশ্চিমাঞ্চলের জেলা। কচ্ছ অঞ্চলের প্রায় পুরো এলাকা জুড়ে বিস্তৃত।
  • কচ্ছ (দেশীয় রাজ্য) বা কুচ রাজ্য — ১১৪৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত স্থায়ী একটি রাজ্য। ১৮১৯ সালে ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য ও ১৯৪৭ সালে ভারতের অংশে পরিণত হয়।
  • কচ্ছ এজেন্সি — ব্রিটিশ আমলে কচ্ছ দেশীয় রাজ্যের উপর ব্রিটিশ ভারতের গভর্নরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠান।
  • কচ্ছ রাজ্য — ১৯৪৭ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত স্থায়ী ভারতের একটি রাজ্য। পরবর্তীতে গুজরাটের অংশে পরিণত হয়।
  • কচ্ছের রণ — কচ্ছের উত্তরাঞ্চলে অবস্থিত লবণাক্ত জলাভূমি।
    • কচ্ছের বড় রণ — কচ্ছের রণের অধিকাংশ, যা পুরো উত্তরপ্রান্ত জুড়ে বিস্তৃত।
    • কচ্ছের ছোট রণ — কচ্ছের রণের দক্ষিণ-পূর্বাংশ। বড় রণের তুলনায় অনেক ছোট।
  • কচ্ছ লোকসভা কেন্দ্র — পুরো কচ্ছ জেলাজুড়ে বিস্তৃত ভারতের একটি লোকসভা আসন। এটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

অন্যান্য[সম্পাদনা]

  • কচ্ছ সূচিকর্ম — কচ্ছ অঞ্চলে প্রচলিত ঐতিহ্যবাহী সূচীকর্ম।
  • কচ্ছি ভাষা — কচ্ছ অঞ্চলে প্রচলিত একটি ইন্দো-আর্য ভাষা। তবে অধিকাংশ ক্ষেত্রে সিন্ধি ভাষার গুজরাটি-প্রভাবিত উপভাষা হিসেবে বিবেচিত।
  • কচ্ছি জনগোষ্ঠী — কচ্ছ অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠী।