কাণ্ব রাজবংশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাণ্ব রাজবংশ একটি ব্রাহ্মণ রাজবংশ। এই রাজবংশ মগধের শুঙ্গ সাম্রাজ্যকে সরিয়ে ৭৫ খ্রিস্টপূর্ব থেক ৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ভারতের পূর্ব অংশ শাসন করেছিল। 
কাণ্ব রাজবংশের বাসুদেব কাণ্ব ৭৫ খ্রিস্টপূর্ব ে শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতিকে সিংহাসনচ্যুত করে। কাণ্ব শাসকেরা শুঙ্গ সাম্রাজ্যের রাজাদের তাদের পূর্বের রাজত্বে নিভৃতে শাসন করতে দেন। কাণ্ব শাসকেরা মগধ শাসন করেছিল। গুন্তুর জেলার অমরাবতী গ্রামে সাতবাহন সাম্রাজ্যের এক শাসকের সাথে যুদ্ধে কাণ্ব রাজবংশ পরাজিত হলে এই রাজবংশের ইতি ঘটে।[১]

শাসক [সম্পাদনা]

আরো পড়ুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]