কুমারপাল (পাল রাজা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমারপাল
পাল সাম্রাজ্য
রাজত্ব১১৩০-১১৩৯
পূর্বসূরিরামপাল
উত্তরসূরিচতুর্থ গোপাল
পিতারামপাল
ধর্মবৌদ্ধ ধর্ম

কুমারপাল ছিলেন ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলে পাল রাজা রামপালের উত্তরসূরি এবং পাল বংশের ষোড়শ শাসক ১০ বছর রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে তিনি গভর্নর টিমগ্যদেবের দ্বারা কামরূপে একটি অভ্যুত্থান ঘটান, অবশেষে তাকে বৈদ্যদেব (যিনি কুমারপালের মৃত্যুর চার বছর পরে বিদ্রোহ করবেন) প্রতিস্থাপন করেন। তাঁর স্থলাভিষিক্ত হন তাঁর পুত্র চতুর্থ গোপাল , যিনি শৈশবে সিংহাসনে আরোহণ করেন।[১]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আবদুল মমিন চৌধুরী (২০১২)। "পাল বংশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743