চট্টগ্রাম কোর্ট বিল্ডিং

স্থানাঙ্ক: ২২°২০′০৫″ উত্তর ৯১°৫০′০৫″ পূর্ব / ২২.৩৩৪৮৩৩৩° উত্তর ৯১.৮৩৪৬১৪০° পূর্ব / 22.3348333; 91.8346140
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চট্টগ্রাম আদালত ভবন
মানচিত্র
সাধারণ তথ্য
স্থাপত্য রীতিইন্দো-সারাসেনিক স্থাপত্য
নির্মাণকাজের আরম্ভ১৮৯২
নির্মাণকাজের সমাপ্তি১৮৯৮

চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা চট্টগ্রাম আদালত ভবন চট্টগ্রাম শহরের পরীর পাহাড়ে অবস্থিত চট্টগ্রামের আদালত ভবন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৭৩ সালে চট্টগ্রামকে পৃথক প্রশাসনিক অঞ্চল ঘোষণা করে। এসময় প্রশাসনিক কাজের জন্য এই দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। এর আয়তন ১,৫৩,০০০ বর্গফুট ও কক্ষ সংখ্যা শতাধিক।[১] ভবনটিতে বর্তমানে ৭৬টি আদালত রয়েছে। এখান থেকে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আদালতের কার্যাবলী পরিচালিত হয়। এছাড়া জেলা ট্রেজারি এখানে অবস্থিত।

বর্তমানে পুরাতন ভবনে কার্যক্রমের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনের পাশে নতুন নির্মিত হয়েছে।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. হাজার বছরের চট্টগ্রাম, দৈনিক আজাদী ৩৫ বছর বর্ষপূর্তি বিশেষ সংখ্যা, প্রকাশকাল নভেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দ।