ছত্র মান সিংহ গুরাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছত্র মান সিংহ গুরাং
জন্ম (1952-07-18) ১৮ জুলাই ১৯৫২ (বয়স ৭১)
আনুগত্য   নেপাল
সেবা/শাখানেপালি সেনাবাহিনী
পদমর্যাদা মহারথী (জেনারেল)
নেতৃত্বসমূহনেপালি সেনাবাহিনী প্রধান

ছত্র মান সিংহ গুরাং নেপালি সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন। ১৯৬৯ সালে ভারতীয় সামরিক একাডেমীতে যোগ দেওয়া ছত্র মান সিংহ ১৯৭১ সালে নেপালি সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়েছিলেন।[১] উচ্চতর প্রশিক্ষণ তিনি যুক্তরাষ্ট্র এবং চীন থেকে নিয়েছিলেন। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর নেপালি সেনাবাহিনীর প্রধান নেতৃত্বে আসেন ছত্র মান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "IMA-trained Gurung new Nepal army chief"hindustantimes.com। ১০ সেপ্টেম্বর ২০০৯। 

বহিঃসংযোগ[সম্পাদনা]