ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি
ঝিনাইদহ পবিস
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১২ অক্টোবর ১৯৯৫; ২৮ বছর আগে (1995-10-12)
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তররাউতাইল, ঝিনাইদহ
অবস্থান
যে অঞ্চলে
ঝিনাইদহ
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ ইছাহাক আলী[১]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs.jhenaidah.gov.bd

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় ০৪টি জোনাল অফিস, ০৩টি সাব-জোনাল অফিস এবং ১৭টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ১২ অক্টোবর, ১৯৯৫ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ০৯ জানুয়ারি, ১৯৯৬ সালে।[২][৩]

ইতিহাস[সম্পাদনা]

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির যাত্রা শুরু হয় ১৯৯৫ সালে। এ সমিতির অধীনে ০৬টি থানা, ৬৭টি ইউনিয়ন ও ১০৩৯টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর ঝিনাইদহের রাউতাইলে অবস্থিত।

জোনাল অফিসসমূহ[সম্পাদনা]

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • মহেশপুর জোনাল অফিস
  • শৈলকূপা জোনাল অফিস[৪]
  • কালিগঞ্জ জোনাল অফিস[৫]
  • হরিণাকুন্ডু জোনাল অফিস[৬]

সাব-জোনাল অফিসসমূহ[সম্পাদনা]

  • কোটচাঁদপুর সাব-জোনাল অফিস[৭]
  • বারবাজার সাব-জোনাল অফিস
  • হাটফাজিলপুর সাব-জোনাল অফিস

গ্রাহক সংখ্যা[সম্পাদনা]

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা ৪,১৮,১৭২ ( সেপ্টেম্বর/২০২৩ পর্যন্ত) ।

অন্যান্য তথ্য[সম্পাদনা]

  • মোট আয়তন: ১৯৬১ বর্গ কিলোমিটার
  • সিষ্টেম লস: ৮.৭৮% (সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্র: ১৪ টি
  • মোট নির্মিত লাইন: ৭২৭১ কিলোমিটার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.jhenaidah.gov.bd  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  2. "ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি" (পিডিএফ)pbs.jhenaidah.gov.bd। ২০২২-০৬-২৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  3. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৭ 
  4. "শৈলকূপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.shailkupa.jhenaidah.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  5. "কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.kaliganj.jhenaidah.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  6. "হরিণাকুণ্ডু উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.harinakundu.jhenaidah.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  7. "কোটচাঁদপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি সাব-জোনাল অফিস"pbs.kotchandpur.jhenaidah.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬