টম গ্রেভেনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(টম গ্রাভেনি থেকে পুনর্নির্দেশিত)
টম গ্রেভেনি
১৯৫৪ সালে টম গ্রেভেনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামটমাস উইলিয়াম গ্রেভেনি
জন্ম(১৯২৭-০৬-১৬)১৬ জুন ১৯২৭
রাইডিং মিল, হ্যাক্সহাম, নর্দাম্বারল্যান্ড, ইংল্যান্ড, যুক্তরাজ্য
মৃত্যু৩ নভেম্বর ২০১৫(2015-11-03) (বয়স ৮৮)
ডাকনামলং টম
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান, অধিনায়ক, ধারাভাষ্যকার
সম্পর্ককেন গ্রেভেনি (ভাই), ডেভিড গ্রেভেনি (ভাইপো)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৫৮)
৫ জুলাই ১৯৫১ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট১২ জুন ১৯৬৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৮-৬০গ্লুচেস্টারশায়ার
১৯৬১-৭০ওরচেস্টারশায়ার
১৯৭০-৭২কুইন্সল্যান্ড বুলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭৯ ৭৩২ ৪৫
রানের সংখ্যা ৪,৮৮২ ৪৭,৭৯৩ ১,১৪৭
ব্যাটিং গড় ৪৪.৩৮ ৪৪.৯১ ৩১.৮৬
১০০/৫০ ১১/২০ ১২২/২৩৩ ০/৬
সর্বোচ্চ রান ২৫৮ ২৫৮ ৯৮
বল করেছে ২৬০ ৫,৪৭৯
উইকেট ৮০
বোলিং গড় ১৬৭.০০ ৩৭.৯৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৩৪ ৫/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৮০/– ৫৫৩/১ ১৫/–
উৎস: ক্রিকইনফো, ৪ নভেম্বর ২০১৫

টমাস উইলিয়াম গ্রেভেনি, ওবিই (ইংরেজি: Tom Graveney; জন্ম: ১৬ জুন, ১৯২৭ - মৃত্যু: ৩ নভেম্বর, ২০১৫) নর্দাম্বারল্যান্ডের রাইডিং মিল এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। এছাড়াও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পক্ষে ২০০৪-০৫ মৌসুমে সভাপতির দায়িত্ব পালন করেন।[১] ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার পাশাপাশি গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ব্যাটসম্যান হিসেবে ভূমিকা রেখেছেন টম গ্রেভেনি

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ব্রিস্টল গ্রামার স্কুলে অধ্যয়ন করেন। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক দল নির্বাচক ডেভিড গ্রেভেনি তার কাকা।[২] এছাড়াও, কেন গ্রেভেনি সম্পর্কে তার ভাই হন।

কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার ও ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেন। তন্মধ্যে ১৯৫৯-৬০[৩] ও ১৯৬৮-৭০ মৌসুমে গ্লুচেস্টারশায়ার ও ওরচেস্টারশায়ারের অধিনায়কত্ব করেন তিনি।

তিনি তার সময়কালে অন্যতম শীর্ষস্থানীয় প্রথিতযশা খেলোয়াড় ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্লুচেস্টারশায়ারের পক্ষে খেলোয়াড়ী জীবন শুরু করেন। ১৯৬১ সালে ওরচেস্টারশায়ারের পক্ষে খেলেন ও পরবর্তীকালে ক্লাবের অধিনায়কের দায়িত্ব পান। ১৯৭০ সালে কাউন্টি ক্রিকেট ত্যাগ করে কুইন্সল্যান্ডের পক্ষে খেলোয়াড়সহ কোচের ভূমিকায় অবতীর্ণ হন।[৩] কিন্তু তেমন সুবিধা করতে না পারায় ১৯৭২ সালে অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেন।[৩]

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে ৭৯ টেস্টে ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নেন। কলিন কাউড্রের অনুপস্থিতিতে ১৯৬৮ সালে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলিতে অনুষ্ঠিত ৪র্থ টেস্টটি ড্রয়ে পরিণত হয়।

১৯৫০-এর দশকে নিয়মিতভাবে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। ১৯৫১ থেকে ১৯৫৮ মেয়াদে নিজ দেশে অনুষ্ঠিত প্রত্যেক টেস্ট সিরিজের কমপক্ষে একটি খেলায় অংশ নিয়েছেন। ১৯৫১-৫২ মৌসুমে দীর্ঘকালীন ভারত সফরে যান। অস্ট্রেলিয়ায় তিনবার ও ওয়েস্ট ইন্ডিজে দুইবার সফর করেন। ১৯৫৪-৫৫ মৌসুমে ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। চূড়ান্ত টেস্টে ইয়ান জনসন ইংল্যান্ডকে ব্যাটিংয়ে নামালে তিনি ব্যাটিং উদ্বোধনে নামেন। আড়াই ঘণ্টায় ১১১ রান তুলেন তিনি। পূর্ববর্তী বছর দূর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন ও ১৯৫৮-৫৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে খেলার দূর্বলতার কারণে দল থেকে বাদ পড়েন।[১] দীর্ঘ তিন বছর দলের বাইরে থাকার পর ১৯৬৬ সালে লর্ডসে পুনরায় দলের সদস্য হন। ১৯৬৮-৬৯ মৌসুমে সফরকারী পাকিস্তানের বিপক্ষে সহঃ অধিনায়কের দায়িত্ব পান। এ দায়িত্বে তিনি তিন বছর ছিলন।[২] ১৯৬৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের বিশ্রামের দিনে সুবিধামূলক খেলায় অংশ নেন ও ৭৫ রান তোলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাময়িকভাবে দলের বাইরে রাখা হয়। এরপর তিনি আর খেলায় অংশ নেননি।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

৯ জুলাই, ২০০৯ তারিখে তাকে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[৪] ৩ নভেম্বর, ২০১৫ তারিখে তার দেহাবসান ঘটে।[১][২][৩] তার ভাই ৯ দিন পূর্বে মৃত্যুবরণ করেন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tom Graveney, cricketer – obituary"The Daily Telegraph। ৩ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 
  2. "Tom Graveney"। The Times। ৪ নভেম্বর ২০১৫। পৃষ্ঠা 60। 
  3. Berry, Scyld (৩ নভেম্বর ২০১৫)। "Tom Graveney: The majestic batsman who stood out even in game's golden age"The Daily Telegraph। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 
  4. "Ex-England aces dominate ICC list"। BBC Sport। ২ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
জর্জ ইমেট
গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক
১৯৫৯-৬০
উত্তরসূরী
টম পাগ
পূর্বসূরী
ডন কেনিয়ন
ওরচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের অধিনায়ক
১৯৬৮-৭০
উত্তরসূরী
নরম্যান গিফোর্ড