টি স্পোর্টস বা তিতাস স্পোর্টস হচ্ছে উপগ্রহ ভিত্তিক একটি ক্রীড়া টিভি চ্যানেল। এটি বাংলাদেশের প্রথম ক্রীড়া টিভি চ্যানেল।[১][২] চ্যানেলটির মালিক বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশ-নেপালের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দিয়ে চ্যানেলটি সরাসরি সম্প্রচার শুরু করে।
টি স্পোর্টস ২০২০ সালের শেষ দিকে পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে। এতে সাফল্যের পর ২০ নভেম্বর ২০২০ সালে, টি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও নেপালের মধ্যেকার একটি প্রীতি ম্যাচ সম্প্রচারের মাধ্যমে যাত্রা শুরু করে।[৩] একই দিনে বাংলাদেশের একটি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা বঙ্গবন্ধু টি২০ কাপ, টি স্পোর্টস সম্প্রচার করার ঘোষণা দেয়।[৪] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিডিয়া স্বত্ব পায় চ্যানেলটি। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটি-ও এই প্রতিষ্ঠানটি পায়।
টি স্পোর্টস সাম্প্রতিক বছরগুলিতে ক্রিকেট, বক্সিং, হকি, ফুটবল এবং টেনিসসহ বিশ্বের সমস্ত বড় আসরের খেলা সম্প্রচার করে। সম্প্রচারের সময় দেশীয় খেলাগুলির ধারাভাষ্য বাংলাতে দেওয়া হলেও আন্তর্জাতিক খেলা দেখানোর সময় চ্যানেলটি ঐ খেলার আয়োজকদের কাছ থেকে প্রাপ্ত ইংরেজি ফিড সম্প্রচার করে থাকে।