থিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(থিয়া (গ্রহ) থেকে পুনর্নির্দেশিত)

থিয়া (গ্রিক ভাষায়: Θεία) বা অরফেয়াস (গ্রিক ভাষায়: Ορφεύς) হলো সৌরজগতের একটি প্রাচীন গ্রহ (ধারণকৃত গ্রহ)। ধারণা করা হয় ৪.৫ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ লেগে গ্রহটি ধ্বংস হয়ে যায়, এবং পরবর্তীতে সেই ধ্বংসাবশেষ থেকে চাঁদের উৎপত্তি হয়।[১]পৃথিবীর বৃহৎ উপগ্রহ ব্যাখ্যা করার পাশাপাশি, থিয়া হাইপোথিসিস ব্যাখ্যা করতে পারে কারণ পৃথিবীর কোর একটি শরীরের আকারের জন্য প্রত্যাশার চেয়ে বড়। থিয়া মঙ্গল গ্রহের আকারের একটি আর্থ ট্রোজান ছিল, যার ব্যাস প্রায় 6,102 কিমি (3,792 মাইল)পৃথিবী-সূর্য সিস্টেম দ্বারা উপস্থাপিত L4 বা L5  থিয়াকে প্রদক্ষিণ করা হয়েছে বলে অনুমান করা হয়, যেখানে এটি থাকার প্রবণতা থাকবে।

থিয়া
শিল্পী তুলিতে আঁকা থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘর্ষের একটি কাল্পনিক চিত্র
ভৌত বৈশিষ্ট্যসমূহ
গড় ব্যাসার্ধ৬,১০২ কিমি
(০.৯৬ পৃথিবী)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wolpert, Stuart (২০১৭-০১-১২)। "UCLA study shows the moon is older than previously thought"scitechdaily.com। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৭