নগর উন্নয়ন অধিদপ্তর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নগর উন্নয়ন অধিদপ্তর
সংক্ষেপেইউডিডি
গঠিত১৭ জুলাই ১৯৬৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
Bangladesh
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটUrban Development Directorate

নগর উন্নয়ন অধিদপ্তর নগর পরিকল্পনার জন্য দায়ী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত একটি বাংলাদেশ সরকার নিয়ন্ত্রক সংস্থা। [১][২] ড. খুরশিদ জাবিন হোসেন তৌফিক নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক। [৩]

ইতিহাস[সম্পাদনা]

নগর অঞ্চল বিকাশের জন্য ১৭ জুলাই ১৯৬৫ সালে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়। ১৯৮৩ সালে জুলাই নগর উন্নয়ন অধিদপ্তর ছিল। ১৯৮৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক খানের নেতৃত্বে সংগঠন সম্পর্কিত মার্শাল ল কমিটি গঠন করে বিভাগটি উন্নীত করার এবং এর দায়িত্ব বৃদ্ধির সুপারিশ করা হয়। এটি মেজর জেনারেল আতিকুর রহমানের নেতৃত্বে একটি পর্যালোচনা কমিটি দ্বারা অনুমোদিত হয়েছিল। [৪][৫]

কার্যক্রম[সম্পাদনা]

বাংলাদেশের যে কোনো শহর-নগরীর যাবতীয় উন্নয়ন কাঠামো ও মূল পরিকল্পনার দায়িত্বে থাকে নগর উন্নয়ন অধিদপ্তর। এ দপ্তরটি নগরের অন্যান্য দপ্তরের কার্যক্রমকে তদারকি করে। বিশেষ করে নগর উন্নয়নে সম্পৃক্ত দপ্তরসমূহগুলোর সাথে কাজের সমন্বয় করে। তবে কোনো দপ্তর এ দপ্তরকে ডিঙ্গিয়ে কাজ করলে ব্যবস্থা নেয়ার কর্তৃত্ব নেই নগর উন্নয়ন অধিদপ্তরের। বাংলাদেশে পরিকল্পিত নগরী গড়তে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার জন্য নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়সহ ব্যাপক প্রচার ও প্রসারের উদ্যোগ নেয়াও নগর উন্নয়ন অধিদপ্তরের কাজ।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fragmented governance undermines urban utility services"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 
  2. "Govt yet to approve"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 
  3. "Coordination must for climate resilient cities"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২১ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 
  4. "নগর উন্নয়ন অধিদপ্তর"udd.gov.bd (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 
  5. "When will urban planning get its due importance?"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৯ 
  6. "মাস্টারপ্ল্যান মানা হচ্ছে না নগর উন্নয়নে"দৈনিক সমকাল (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]