পক্ষ প্রাচীর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিফলিনবার্গের হ্যাসেনপ্লাগ আচ্ছাদিত সেতুর প্রবেশপথটির দুই পাশে পক্ষ প্রাচীর দেখা যাচ্ছে

পক্ষ প্রাচীর (ইংরেজি Wing wall, wingwall বা wing-wall) কোনও বৃহত্তর প্রাচীর বা কাঠামোর সাথে সংযুক্ত একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাচীর।

সেতুতে[সম্পাদনা]

সেতুতে পক্ষ প্রাচীরগুলি অন্তাবলম্বনগুলিরে ঠিক পাশ ঘেঁষে থাকে এবং এক ধরনের ধারক প্রাচীর হিসেবে কাজ করে। অন্তাবলম্বনগুলি যে উপাদান দিয়ে নির্মাণ করা হয়, সাধারণত সেটি দিয়েই এগুলি নির্মাণ করা হয়। পক্ষ প্রাচীরগুলি হয় অন্তাবলম্বনের গায়ে লাগানো থাকে বা এর থেকে স্বাধীনভাবে থাকে। অন্তাবলম্বনের দুই প্রান্তে পক্ষ প্রাচীর দেওয়া হয় যাতে সেতুতে প্রবেশপথের ফেলা মাটি যেন ধারণ করে রাখা যায়। এগুলির নকশা বেড়ির প্রকৃতির উপর নির্ভর করে এবং সেতুর ধরন বা অংশের উপর নির্ভর করে না।[১]

সড়কপথ ও সেতুর প্রবেশপথের বেড়িকে অবলম্বন প্রদানকারী মাটি বা ফেলা মাটিকে পক্ষ প্রাচীরগুলি ধারণ করে রাখে। এই প্রাচীরগুলি অন্তাবলম্বনের সাথে সমকোণে থাকতে পারে বা বিভিন্ন কোণে বহির্মুখী করে বানানো হতে পারে। এগুলিকে সাধারণত অন্তাবলম্বনগুলির সাথে একই সময়ে নির্মাণ করা হয়।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Wing Walls"। David Childs। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০১৫ 


টেমপ্লেট:Engineering-stub