পটপটি ফুল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পটপটি (রুয়েলিয়া)
পূর্ণ ফুল
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
উপজগৎ: Viridiplantae – green plants
বিভাগ: Tracheophyta – vascular plants, tracheophytes
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Lamiales
পরিবার: Acanthaceae
গণ: Ruellia L. – wild petunia
প্রজাতি: Ruellia tuberosa L. – minnieroot
দ্বিপদী নাম
Ruellia tuberosa

L.

Spermatophytina – spermatophytes, seed plants

প্রতিশব্দ

Cryphiacanthus barbadensis

পটপটি ফুলের পার্শ্ব দৃশ্য।

পটপটি ফুল (ইংরেজি: Ruellia Tuberosa) Acanthaceae পরিবারের অন্তর্গত একটি বর্ষজীবি গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি পটপটি, চটপটি নামে গ্রাম বাংলায় পরিচিত হলেও Minnieroot, fever root, snapdragon root, sheep potato, popping pod, duppy gun, cracker plant নামে পরিচিত।[১]

বর্ণনা[সম্পাদনা]

পটপটি (রুয়েলিয়া) মূলত একপ্রকারের বনফুল, ফুলের আকার বেশ বড়। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। ষোড়শ শতাব্দিতে এই দেশে আসে।

পটপটি লাজুক প্রকৃতির ফুল, সাধারণত দলবেঁধে থাকতে পছন্দ করে; তাই যেখানে এ ফুল গাছ জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। সারাবছর এদের দেখা গেলেও যেখানে-সেখানে দেখা যায় না। ফুল ফোটে সকালবেলা এবং দুপুর হলেই ঝড়ে পরে।

ফলের আকার ২ সে.মি (০.৮ ইঞ্চি) লম্বা ও প্রায় ২০ টি বীজ থাকে।

ফল পরিপক্ক হওয়ার পর জলের সংস্পর্শে এলে শব্দ করে ফেটে যায় ও বীজ ছড়িয়ে পরে।

চাষ[সম্পাদনা]

বাগানের শোভাবর্ধন গাছ হিসেবে চাষ করা যায়, তুলনামূলক আর্দ্র-ছায়া মিশ্রিত পরিবেশে ভালো জন্মায়।

নামকরণ[সম্পাদনা]

বৈজ্ঞানিক ক্যারলাস লিনিয়াস এর দ্বিপদ নামকরণ অনুযায়ী পটপটি ফুলের নামকরণ করা হয় রুয়েলিয়া টিউবারোসা নামে।

গুনাগুণ[সম্পাদনা]

  • গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে কার্যকর ভূমিকা রাখে।
  • পাতার রস কণ্ঠনালীর রোগে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ITIS Standard Report Page: Ruellia tuberosa"www.itis.gov। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮ 

[১]

  1. পটপটি ফুল। "রুয়েলিয়া ফুলের সৌন্দর্য"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৮