ফকিরা (১৯৭৬-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফকিরা
পোস্টার
পরিচালকসি. পি. দীক্ষিত
প্রযোজকএন. এন. সিপ্পি
রচয়িতাএস. এম. আব্বাস
আর. কে. ব্যানার্জি
ধ্রুব চ্যাটার্জি
শ্রেষ্ঠাংশেশশী কাপুর
শাবানা আজমি
সুরকাররবীন্দ্র জৈন
চিত্রগ্রাহকফলি মিস্ত্রি
সম্পাদকওয়ামান বি. ভোঁসলে
গুরুদত্ত শিরালি
মুক্তি
  • ৬ সেপ্টেম্বর ১৯৭৬ (1976-09-06)
দেশভারত
ভাষাহিন্দি
আয় ৫ কোটি (US$ ০.৬১ মিলিয়ন)[১]

ফকিরা হচ্ছে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটি সি. পি. দীক্ষিত পরিচালনা করেন এবং প্রযোজনা করেন এন. এন. সিপ্পি। চলচ্চিত্রটিতে অভিনয় করেন শশী কাপুর, শাবানা আজমি, অসরানি, অরুণা ইরানি, ড্যানি ডেনজংপা, অসিত সেন, রমেশ দেব এবং মদন পুরি। চলচ্চিত্রটি বক্স অফিস হিট ছিলো।[২] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন্দ্র জৈন।

গানের তালিকা[সম্পাদনা]

  • দিল মেঁ তুঝে বিঠাকে, কার লুঙ্গি ম্যাঁ বান্ধ আঁখেঁ - লতা মঙ্গেশকর
  • ফাকিরা চাল চালা চাল - মহেন্দ্র কাপুর
  • তোতা ম্যানা কি কাহানি তো পুরানি হো গায়ি - লতা মঙ্গেশকর, কিশোর কুমার
  • অ্যাকেলে চাল রাহে হো, ফাকিরা চাল রে - হেমলতা
  • আধি সাচ্চি আধি ঝুঠি তেরি প্রেম কাহানি - মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর
  • হাম তো ঝুক্কার সালাম কারতে হ্যায় - মহেন্দ্র কাপুর, কিশোর কুমার, আজিজ নাজান
  • ইয়ে মেরা জাদু, চোর হো ইয়া সাধু - আশা ভোঁসলে

পুরস্কার এবং মনোনয়ন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. https://bestoftheyear.in/movie/fakira/
  2. BoxOffice India.com ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ অক্টোবর ২০১৩ তারিখে
  3. "1st Filmfare Awards 1953" (পিডিএফ)। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]