বরফ-পানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের অন্যতম গ্রামীণ খেলা বরফ-পানি। শিশু-কিশোররাই প্রধানত এই খেলা খেলে থাকে। তবে শিশুদের পারিবারিক বড় সদস্যরাও মাঝে মাঝে এতে যোগ দিতে পারে।[১] বরফ-পানি বা বরফ-জল এর সমকক্ষ অন্যান্য খেলার তুলনায় চোরের জন্য অধিক কঠিন।

নিয়মকানুন[সম্পাদনা]

এ খেলায় গুনে গুনে একজনকে চোর ধরা হয়, সে অন্য বন্ধুদের ধরতে চেষ্টা করে। যদি চোর কাউকে ধরতে পারে তবে সে বরফ হয়ে যায়। কিন্তু অন্য কেউ যাকে এখনো চোর ধরেনি তাকে ছুয়ে দিলে বরফ পানি হয়ে যায়। তখন সে আবার খেলতে পারবে। চোর যদি সবাইকে বরফ বানাতে পারে, তবে যে প্রথম বরফ হয়েছিলো সেই নতুন চোর হবে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আনন্দবাজার পত্রিকা - পুরুলিয়া"archives.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-১১