যশোর জেলা সুইমিংপুল

স্থানাঙ্ক: ২৩°০৯′৫২″ উত্তর ৮৯°১২′২১″ পূর্ব / ২৩.১৬৪৫৮২° উত্তর ৮৯.২০৫৮৪৫° পূর্ব / 23.164582; 89.205845
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যশোর জেলা সুইমিংপুল
২৩°০৯′৫২″ উত্তর ৮৯°১২′২১″ পূর্ব / ২৩.১৬৪৫৮২° উত্তর ৮৯.২০৫৮৪৫° পূর্ব / 23.164582; 89.205845
ঠিকানাজিরো পয়েন্ট, শহিদ সড়ক, যশোর
খোলা২০০৮
পরিচালনায়যশোর জেলা ক্রীড়া সংস্থা (২০০৮-২০১৬)
যশোর পৌরসভা (২০১৭-বর্তমান)
মালিকানাধীনজাতীয় ক্রীড়া পরিষদ
খরচ ৩.২০ কোটি

যশোর জেলা সুইমিংপুল ২০০৮ সালে উদ্বোধন হওয়া বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুলযশোর শহরের জিরো পয়েন্ট মোড়ে পৌরসভা কার্যালয়ের দক্ষিণে শহীদ সড়কে এটির অবস্থান। এটি জেলার একমাত্র সুইমিংপুল।[১] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত[২] এবং স্থানীয় যশোর জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[১][৩]

ইতিহাস[সম্পাদনা]

২০০৫ সালের ৩১ ডিসেম্বর শহরের জিরো পয়েন্টের কাছে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে সুইমিংপুলটির নির্মাণ শুরু হয়। ২০০৮ সালের মাঝামাঝি এটির নির্মাণ শেষে সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন করা হয়।[১][৪] প্রকল্পটির নির্মাণ সম্পন্ন করতে ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হয়। ২০১২ সাল পর্যন্ত সক্রীয় থাকার পর পুলটি রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ থাকে।[১] ২০১৭ সালে জেলা ক্রীড়া সংস্থার হতে দায়িত্ব গ্রহণের পরে পুলটির সংস্কার করে যশোর পৌরসভা।[৫] ২০১৮ সালের জুলাই মাসের পুলটি পুনরায় চালু করা হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তিন কোটি টাকার সুইমিংপুল নষ্ট হচ্ছে অবহেলায়"প্রথম আলো। ২০১৬-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "সুইমিংপুল (ঢাকা মহানগরীর বাহিরে)"জাতীয় ক্রীড়া পরিষদ। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭ 
  4. "দীর্ঘ আট বছর পর চালু হচ্ছে যশোরের সুইমিংপুল"দৈনিক জনকন্ঠ। ২০১৮-০৫-২৬। ২০২২-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৭ 
  5. রহমান, মিলন (২০২২-০৬-১৪)। "নানা সংকট নিয়ে চলছে যশোর সুইমিংপুল"জাগো নিউজ। ২০২২-০৬-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৩