সংযুক্ত আরব আমিরাত মহাকাশ সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংযুক্ত আরব আমিরাত মহাকাশ সংস্থা
وكالة الإمارات للفضاء
সংস্থার সংক্ষিপ্ত বিবরণ
সংক্ষেপইউএইএসএ (UAESA)
গঠিত২০১৪
প্রকারSpace agency
সদর দপ্তরআবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত
প্রশাসকসারাহ বিনতে ইউসিফ আল আমিরি
ওয়েবসাইটspace.gov.ae

সংযুক্ত আরব আমিরাত মহাকাশ সংস্থা (ইংরেজি: United Arab Emirates Space Agency' সংক্ষেপে UAESA; আরবি: وكالة الإمارات للفضاء উইকালাত আল-ইমারাতাল্লিফাদ্বা) সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতিষ্ঠিত একটি মহাকাশ সংস্থা। সংস্থাটিকে ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি সংযুক্ত আরব আমিরাতে একটি টেকসই ও বিশ্বমানের মহাকাশ শিল্প নির্মাণ, লালন ও নিয়ন্ত্রণ করার দায়িত্বে নিয়োজিত। এ উদ্দেশ্যে সংস্থাটি যৌথ অংশীদারী সম্পর্ক স্থাপন, উচ্চশিক্ষায়তনিক কর্মসূচি প্রণয়ন, গবেষণা ও উন্নয়নে অর্থ বিনিয়োগ, বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ এবং মহাকাশ বিজ্ঞান গবেষণা ও অনুসন্ধান পরিচালনা, ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে।[১]

ইতিহাস[সম্পাদনা]

সংযুক্ত আরব আমিরাত ২০০৮ সালে একটি সর্ব-আরব মহাকাশ সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছিল, যা হবে ইউরোপীয় মহাকাশ সংস্থার মতো একটি বেসরকারি প্রকল্প।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Objectives | UAE Space Agency"www.space.gov.ae। সংগ্রহের তারিখ ২০১৫-০৫-২৭