সমাণুতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম-অণু, মানে হল অণুটা একই কিন্তু এর গঠন ভিন্ন ভিন্ন।এই ভিন্ন গঠন হবার ধর্মটিই হল সমাণুতা।

সমাণুতাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি :-

  1. structural/ গাঠনিক :- এরা খুবই সাধারণ ৷
  2. stereo or 3 dimentional :- এরা একটু কঠিন ধরনের ৷

গাঠনিক[সম্পাদনা]

এরা একই homologous group ও হতে পারে, আবার ভিন্নও হতে পারে। একই homologous গ্রুপের মধ্যে চেইন,অবস্থান আর মেটামারিজম, এই তিন প্রকার সমাণুতা দেখা যায়।

চেইন সমাণুতা[সম্পাদনা]

এরা কার্বন চেইনেই সীমাবদ্ধ। ইহা লম্বা চেইনের একটা যৌগও হতে পারে, আবার অনেক শাখা প্রশাখা নিয়েও একটা সমাণু হতে পারে। যেমন: C
4
H
10
, এটা বিউটেন, এর একটা মিথাইল গ্রুপ স্থানান্তরিত হয় এবং রুপান্তরিত 2-মিথাইল প্রোপেন। এ যৌগ ২টি অ্যালকেন

অবস্থান সমাণুতা[সম্পাদনা]

তাদের অবস্থানের উপর এই সমাণুতা নির্ভর করবে। যেমন: C4H8, এটা যদি বিউটিন-1 হয়, তার মানে দ্বিবন্ধন আছে 1 নং কার্বনে, বিউটিন -2 হলে, 2 নং কার্বনে।

মেটামারিজম[সম্পাদনা]

অবস্থানে আমরা কার্যকরী মূলক কোথায় আছে সেটা খুজতাম, আর এখানে খুজব কার্যকরী মূলকের দুই পাশে কয়টা কার্বন থাকবে সেটা । সেই হিসেবেই সমাণুতা।এদেরকে মেটামার বলে। যেমন C
5
H
10
O
.. এটা পেন্টানোন -2 হতে পারে, যেখানে CO কার্যকরী মূলকের বাম পাশে 1টা CH
3
থাকে, কিন্তু পেন্টানোন -3 হলে, বামপাশে 2 টা কার্বন পরমাণু , CH
3
CH
2
আসবে। এবার ভিন্ন সমগোত্রীয়দের পালা৷ এরা দুরকম সমাণুতা দেখায় ৷ ‪*‎কার্যকরী মূলক সমাণুতা ‬: এখানে কার্যকরী মূলকগুলো ভিন্ন হবে। অথ্যাৎ সমগোত্রীয় শ্রেণী মানে ভিন্ন কার্যকরী মূলক। যেমনঃ C
2
H
6
O
,এটা ইথানল ও হতে পারে, আবার ডাইমিথাইল ইথারও হতে পারে। মানে একটা এলকোহল,আরেকটা ইথার।‪*‎টটোমারিজম ‬: এরা গাঠনিক সমাণুতার মাঝে সবচাইতে অভিজাত শ্রেণী।এরা একজন নিজে থেকেই আরেক রকম সমাণুতে রূপান্তরিত হয়ে যায় ।এইজন্য এদের 'গতিশীল কার্যকরী মূলক সমানুতা' বলে। যেমন: প্রোপানোন থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রোপিন-2-অল তৈরি হয়, যেখানে একজন আরেকজনের সমাণু।প্রোপানোন একটি কিটোন, প্রোপিন -2-অল হল ইনল (এলকিন+এলকোহল) সমাণু। এদেরকে আমরা keto-enol tautomerism ও বলতে পারি।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মাধ্যমিক রসায়ন (৯ম ও ১০ম শ্রেণি )