সাহায্য:ছকের সাথে পরিচয় (দৃশ্যমান সম্পাদনা)/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছকের সাথে পরিচয়
কেন ও কীভাবে

ছক সম্পাদনা
তথ্য হালনাগাদ

নতুন ছক যুক্ত করা
আগের চেয়ে অনেক সহজ

পরিবর্তন প্রকাশ
আপনার কাজ প্রকাশ করুন

ছক সম্প্রসারণ
সারি ও কলাম যুক্ত করুন

সারাংশ
এক নজরে যা শিখেছেন



দৃশ্যমান সম্পাদনায় একটি বিদ্যমান ছকের বিষয়বস্তু সম্পাদনা করতে, ছকের একটি ঘরের উপর দুইবার ক্লিক করুন। এরপর আপনি টেক্সট, লিঙ্ক এবং তথ্যসূত্র পরিবর্তন করতে পারবেন, ঠিক যেমনটা নিবন্ধের অন্য যে কোন জায়গার ক্ষেত্রে হয়।


একটি ঘরের স্থানে পরিবর্তন করতে চাইলে, ক্লিক করে নির্বাচন করুন। এরপরে আপনি নিবন্ধের ভুক্তির সাথের  মেনু নির্বাচন করতে পারবেন।


A  মেনু দিয়ে আপনি কোনো ভুক্তির লেখা গাঢ় বা বাঁকা করতে পারবেন।

শেষমেশ, আপনি একাধিক ছকের ঘরের একত্রীত করতে পারবেন। এজন্য একাধিক ঘর নির্বাচন করে   মেনু থেকে "একত্রীকরণ"-এ ক্লিক করুন।