২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্যানোয়িং– যোগ্যতাপর্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সারাংশ[সম্পাদনা]

রাষ্ট্র স্লালোম স্থিরজল মোট
কে-১ পুরুষ সি-১ পুরুষ সি-২ পুরুষ কে-১ মহিলা পুরুষ মহিলা নৌকা প্রতিযোগী
কে-১ ৫০০ কে-১ ১০০০ কে-২ ৫০০ কে-২ ১০০০ কে-৪ ১০০০ সি-১ ৫০০ সি-১ ১০০০ সি-২ ৫০০ সি-২ ১০০০ কে-১ ৫০০ কে-২ ৫০০ কে-৪ ৫০০
 অ্যান্ডোরা X
 অ্যাঙ্গোলা X X
 আর্জেন্টিনা X X X
 অস্ট্রিয়া X X X
 অস্ট্রেলিয়া X X X X X X X X X X X X X ১৩ ১৬
 বেলারুশ X X X X X X X
 বেলজিয়াম X
 ব্রাজিল X X X
 বুলগেরিয়া X X
 কানাডা X X X X X X X X X X X X X X X ১৫ ২১
 চিলি X
 চীন X X X X X X X X X X X X X X X ১৫ ২৩
 কোত দিভোয়ার X X
 ক্রোয়েশিয়া X X X
 কিউবা X X X X X X
 চেক প্রজাতন্ত্র X X X X X
 ডেনমার্ক X X X X
 ফিনল্যান্ড X X X X
 ফ্রান্স X X X X X X X X X X X X ১২ ১৫
 মেসিডোনিয়া X
 জার্মানি X X X X X X X X X X X X X X X X ১৬ ২২
 গ্রেট ব্রিটেন X X X X X X X
 গ্রিস X X X X
 গুয়াম X X
 হাঙ্গেরি X X X X X X X X X X X X ১২ ১৬
 আয়ারল্যান্ড X
 ইসরায়েল X X
 ইতালি X X X X X X X X X X ১০ ১৬
 জাপান X X X X X X X
 কাজাখস্তান X X X X X X X
 লাতভিয়া X X X X
 লিথুয়ানিয়া X X
 মেক্সিকো X X X X X
 মিয়ানমার X X
 নেদারল্যান্ডস X X
 নিউজিল্যান্ড X X X X X
 নরওয়ে X X
 পোল্যান্ড X X X X X X X X X X X X X X X ১৫ ২১
 পর্তুগাল X X X X
 রোমানিয়া X X X X
 রাশিয়া X X X X X X X X X X X ১১ ১৪
 সামোয়া X X
 সাঁউ তুমি ও প্রিন্সিপি X X
 সেনেগাল X X X
 সেশেলস X X
 স্লোভাকিয়া X X X X X X X X ১২
 স্লোভেনিয়া X X X
 দক্ষিণ আফ্রিকা X X X X X X X X X ১০
 দক্ষিণ কোরিয়া X
 স্পেন X X X X X X X X X ১০
 সুইডেন X X X X
 সুইজারল্যান্ড X
 টোগো X
 ইউক্রেন X X X X X
 মার্কিন যুক্তরাষ্ট্র X X X X X X X
 উজবেকিস্তান X X
 ভেনেজুয়েলা X X X
মোট: ৫৭টি রাষ্ট্র ২১ ১৬ ১২ ২১ ২৯ ২৬ ১৬ ১৪ ১০ ২২ ২২ ১৫ ১৩ ২৫ ১৭ ১০ ২৮৯ ৩৩০

স্লালোম[সম্পাদনা]

প্রতিটি স্লালোম বিভাগে অলিম্পিকে রাষ্ট্র পিছু একটি করে নৌকা অংশগ্রহণ করতে পারে। শুধু তাই নয় এই ক্রীড়ায় রাষ্ট্র যোগ্যতাঅর্জন করে, কোনো প্রতিযোগী নয়।

যোগ্যতাঅর্জনের সময়সারণি:

বিভাগ তারিখ স্থান
সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯-২৩শে সেপ্টেম্বর ২০০৭ ব্রাজিল ফজ ডু ইগুয়াকা
আফ্রিকান চ্যাম্পিয়নশিপ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] 27শে জানুয়ারী ২০০৮ কেনিয়া মাসিঙ্গা ড্যাম
ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ১৫–১৬ই মার্চ ২০০৮ অস্ট্রেলিয়া পেনরিথ
আমেরিকান চ্যাম্পিয়নশিপ ২৫–২৭শে এপ্রিল ২০০৮ মার্কিন যুক্তরাষ্ট্র শার্লট
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে ৯–১১ই মে ২০০৮ পোল্যান্ড ক্রাকাও
এশীয় চ্যাম্পিয়নশিপ ১৭–১৮ই মে ২০০৮ থাইল্যান্ড নাখন নায়ক

যোগ্যতাঅর্জনকারী দেশসমূহ:

বিভাগ কে-১ পুরুষ সি-১ পুরুষ সি-২ পুরুষ কে-১ মহিলা
সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ  ফ্রান্স
 জার্মানি
 গ্রেট ব্রিটেন
 ইতালি
 স্পেন
 মার্কিন যুক্তরাষ্ট্র
 স্লোভাকিয়া
 অস্ট্রিয়া
 পোল্যান্ড
 চেক প্রজাতন্ত্র
 সুইজারল্যান্ড
 স্লোভেনিয়া
 আয়ারল্যান্ড
 কানাডা
 স্লোভাকিয়া
 ফ্রান্স
 অস্ট্রেলিয়া
 জার্মানি
 গ্রেট ব্রিটেন
 পোল্যান্ড
 স্পেন
 চেক প্রজাতন্ত্র
 রাশিয়া
 স্লোভাকিয়া
 ফ্রান্স
 ইতালি
 জার্মানি
 চেক প্রজাতন্ত্র
 চীন
 জার্মানি
 স্লোভাকিয়া
 চেক প্রজাতন্ত্র
 ফ্রান্স
 গ্রেট ব্রিটেন
 অস্ট্রিয়া
 চীন
 অ্যান্ডোরা
 স্পেন
 পোল্যান্ড
 রাশিয়া
 অস্ট্রেলিয়া
 নেদারল্যান্ডস
 মার্কিন যুক্তরাষ্ট্র
 জাপান
আফ্রিকান চ্যাম্পিয়নশিপ  টোগো  দক্ষিণ আফ্রিকা  দক্ষিণ আফ্রিকা  আলজেরিয়া*
ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ  অস্ট্রেলিয়া  নিউজিল্যান্ড**  অস্ট্রেলিয়া  নিউজিল্যান্ড
আমেরিকান চ্যাম্পিয়নশিপ  চিলি  মার্কিন যুক্তরাষ্ট্র
 কানাডা**
 মার্কিন যুক্তরাষ্ট্র  কানাডা
 ব্রাজিল*
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ  নেদারল্যান্ডস
 মেসিডোনিয়া
 ক্রোয়েশিয়া
 গ্রিস
 পোল্যান্ড
 রাশিয়া
 গ্রিস
 ইতালি
এশীয় চ্যাম্পিয়নশিপ  জাপান  জাপান  জাপান  কাজাখস্তান
আয়োজক হিসাবে যোগ্যতা  চীন  চীন - -
মোট ২১ ১৬ ১২ ২১

* আলজেরিয়া আফ্রিকার জন্য নির্দিষ্ট স্থানের যোগ্যতাঅর্জন করলেও, অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়, ফলে পরবর্তী যোগ্যতম হিসাবে কেনিয়া সেই সুযোগ পায়। কিন্তু কেনিয়াও অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়ায়, নিয়মানুযায়ী, আমেরিকান চ্যাম্পিয়নশিপের থেকে ব্রাজিল ঐ স্থানে অংশগ্রহণ করে।

** প্রাথমিক ভাবে নিউজিল্যান্ড যোগ্যতাঅর্জন করলেও,অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয়। ফলে কানাডা আমেরিকান চ্যাম্পিয়নশিপ থেকে পরবর্তী যোগ্যতম হিসাবে সেই সুযোগ পায়।

স্থির জল[সম্পাদনা]

প্রতিটি স্থির জল বিভাগে কোনো রাষ্ট্র একটি মাত্র নৌকো পাঠাতে পারে। এই ক্রীড়ায় রাষ্ট্র যোগ্যতাঅর্জন করে, কোনো প্রতিযোগী নয়।

আয়োজক দেশকে একটি করে নৌকা পুরুষদের কে-১, মহিলাদের কে-১ এবং পুরুষদের সি-১ বিভাগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তবে যদি তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন নাও করতে পারে; তাহলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বশেষ স্থানের দেশকে সরিয়ে আয়োজক দেশকে স্থান ডেওয়া হবে।

প্রথম বন্টন[সম্পাদনা]

যোগ্যতাঅর্জনের সময়সারণি:

বিভাগ তারিখ স্থান
সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ ৮–১২ই আগস্ট ২০০৭ জার্মানি ডুইসবার্গ
আফ্রিকান চ্যাম্পিয়নশিপ ২৪–২৭শে জানুয়ারি ২০০৮ কেনিয়া মাসিঙ্গা ড্যাম
ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ১২–১৬ই মার্চ ২০০৮ অস্ট্রেলিয়া পেনরিথ
এশিয়ান চ্যাম্পিয়নশিপ ৯–১১ই মে ২০০৮ জাপান কোমাতসু
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ১৫–১৮ই মে ২০০৮ ইতালি মিলান
আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৫–১৮ই মে ২০০৮ কানাডা মন্ট্রিয়ল

নূন্যতম নৌকার কোটা:

বিভাগ ২০০৭ বিশ্ব
চ্যাম্পিয়নশিপ
মহাদেশীয় যোগ্যতাপর্ব মোট
পুরুষ ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা ওশেনিয়া
কে-১ ৫০০মি  কানাডা
 গ্রেট ব্রিটেন
 পোল্যান্ড
 জার্মানি
 মার্কিন যুক্তরাষ্ট্র
 হাঙ্গেরি
 ক্রোয়েশিয়া
 দক্ষিণ আফ্রিকা
 ডেনমার্ক
 ইতালি
 আর্জেন্টিনা  কাজাখস্তান  সেশেলস  অস্ট্রেলিয়া ১৪
কে-১ ১০০০মি  গ্রেট ব্রিটেন
 কানাডা
 নরওয়ে
 অস্ট্রেলিয়া
 নিউজিল্যান্ড
 হাঙ্গেরি
 দক্ষিণ আফ্রিকা
 স্লোভেনিয়া
 জার্মানি
 সুইডেন
 মার্কিন যুক্তরাষ্ট্র  চীন  সেনেগাল  সামোয়া ১৪
কে-২ ৫০০মি  জার্মানি
 বেলারুশ
 হাঙ্গেরি
 লিথুয়ানিয়া
 লাতভিয়া
 কানাডা
 স্পেন
 ফ্রান্স
 ভেনেজুয়েলা  কাজাখস্তান - - ১০
কে-২ ১০০০মি  ফ্রান্স
 পোল্যান্ড
 হাঙ্গেরি
 জার্মানি
 বেলজিয়াম
 ফিনল্যান্ড
 নিউজিল্যান্ড
 ডেনমার্ক  কানাডা  চীন - - ১০
কে-৪ ১০০০মি  জার্মানি
 পোল্যান্ড
 স্লোভাকিয়া
 হাঙ্গেরি
 বেলারুশ
 রাশিয়া
 অস্ট্রেলিয়া
 ইতালি  কানাডা  চীন - - ১০
বিভাগ ২০০৭ বিশ্ব
চ্যাম্পিয়নশিপ
মহাদেশীয় যোগ্যতাপর্ব মোট
পুরুষ ক্যানো ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা ওশেনিয়া
সি-১ ৫০০মি  স্পেন
 জার্মানি
 চীন
 পোল্যান্ড
 কানাডা
 রোমানিয়া
 রাশিয়া
 ইউক্রেন
 কিউবা  কাজাখস্তান  দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া ১২
সি-১ ১০০০মি  হাঙ্গেরি
 স্লোভাকিয়া
 স্পেন
 জার্মানি
 রাশিয়া
 মেক্সিকো
 ফ্রান্স
 পোল্যান্ড
 কানাডা  উজবেকিস্তান  দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া ১২
সি-২ ৫০০মি  হাঙ্গেরি
 রোমানিয়া
 জার্মানি
 পোল্যান্ড
 চীন
 ইউক্রেন
 রাশিয়া
 বুলগেরিয়া
 কানাডা  কাজাখস্তান - - ১০
সি-২ ১০০০মি  জার্মানি
 কিউবা
 পোল্যান্ড
 রোমানিয়া
 বেলারুশ
 হাঙ্গেরি
 ইউক্রেন  কানাডা  চীন - -
বিভাগ ২০০৭ বিশ্ব
চ্যাম্পিয়নশিপ
মহাদেশীয় যোগ্যতাপর্ব মোট
মহিলা ইউরোপ আমেরিকা এশিয়া আফ্রিকা ওশেনিয়া
কে-১ ৫০০মি  হাঙ্গেরি
 ফিনল্যান্ড
 জার্মানি
 ইউক্রেন
 মার্কিন যুক্তরাষ্ট্র
 দক্ষিণ আফ্রিকা
 পোল্যান্ড
 ইতালি
 সুইডেন
 গ্রেট ব্রিটেন
 কানাডা  চীন  সেনেগাল  নিউজিল্যান্ড ১৪
কে-২ ৫০০মি  জার্মানি
 হাঙ্গেরি
 ফ্রান্স
 স্লোভাকিয়া
 পোল্যান্ড
 ইতালি
 ফিনল্যান্ড
 অস্ট্রিয়া
 কানাডা  চীন - - ১০
কে-৪ ৫০০মি  জার্মানি
 হাঙ্গেরি
 পোল্যান্ড
 চীন
 ইতালি
 অস্ট্রেলিয়া
 দক্ষিণ আফ্রিকা
 স্পেন  কানাডা  জাপান - - ১০

দ্বিতীয় বন্টন[সম্পাদনা]

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্থির জলের প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে, যার ভিত্তিতে উপর্যুক্ত ন্যূনতম নৌকার সংখ্যা নির্ধারিত হয়। তবে, একজন প্রতিযোগী নিজের দেশের হয়ে একাধিক বিভাগে অংশ নিতে পারে। সেক্ষেত্রে, প্রতিযোগীদের জন্য নির্দিষ্ট কোটায় একটি স্থান অতিরিক্ত লাভ করা যায়। এই অতিরিক্ত স্থানটি পূর্বোক্ত একাধিক বিভাগে অংশগ্রহণকারী প্রতিযোগীর দেশ যে মহাদেশীয় যোগ্যতাপর্বের মধ্য দিয়ে এসেছে সেই মহাদেশের পরবর্তী সেরা রাষ্ট্রকে ঐ স্থান প্রদান করা হয়।

বিশ্ব পর্যায়ের যোগ্যতাপর্বের পর দ্বিতীয় বণ্টন :

ত্রিপাক্ষিক কমিশনের আমন্ত্রণ[সম্পাদনা]

অতিরিক্ত[সম্পাদনা]

কোটা অনুসারে নিজের বিভাগে অংশ নেবার পাশাপাশি কোনো প্রতিযোগী অন্য বিভাগেও অংশ নিতে পারে।

তথ্যসূত্র[সম্পাদনা]